কলকাতা

প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভে অবরুদ্ধ বাঘাযতীন

বেতন বৈষম্য নিরসন এবং ন্যায্য বেতনের দাবিতে রাস্তায় নামলেন প্রাথমিক শিক্ষক- শিক্ষিকারা। আজ দক্ষিণ কলকাতায় কয়েক হাজার প্রাথমিক শিক্ষক বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের লক্ষ্য ছিল, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে বিক্ষোভ দেখানো। কিন্তু, শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছানোর আগেই তাঁদের বাঘাযতীন মোড়ে তাঁদের আটকে দেয় পুলিশ। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ডাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে জমায়েত হন তারা।সেখান থেকে শিক্ষামন্ত্রীর বাড়ি অভিযান চলাকালীন বাঘাযতীন মোড়ে আটকে পেয়ে রাস্তায় বসে পরে বিক্ষোভকারী শিক্ষক -শিক্ষিকারা। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কার্যত বন্ধ হয়ে যায় গড়িয়া-যাদবপুরের যোগাযোগ ব্যবস্থা।সুলেখা মোড় থেকেই ঘুরিয়ে দেওয়া হয় সমস্ত গাড়ি।মিছিলের ফলে তৈরী হয়েছে তীব্র যানজটের।