কলকাতা

ডেঙ্গির প্রকোপ রুখতে এবার তিন দফতরকে একসঙ্গে নিয়ে কোঅর্ডিনেশন কমিটি গঠন পুরসভার

জ্যোর্তিময় দত্ত, কলকাতাঃ ডেঙ্গির প্রকোপ রুখতে এবার তিন দফতরকে একসঙ্গে নিয়ে কোঅর্ডিনেশন কমিটি গঠন করা হল কলকাতা পুরসভায়। পাশাপাশি ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে সেলিব্রিটি দিয়ে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। আম জনতাকে এলাকা পরিষ্কার করার আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। কীভাবে ডেঙ্গি মোকাবিলা পরিস্থিতি করা যায়, তা নিয়ে আলোচনা করতে আজ কলকাতা পুরসভায় জরুরি বৈঠক ডাকেন মেয়র ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের স্বাস্থ্য সচিবকে নিয়ে বৈঠকে বসেন মেয়র। সেই বৈঠকেই ডেঙ্গি মোকাবিলায় কোঅর্ডিনেশন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, ২ দফতর  ও পুরসভা নিয়ে কো-অর্ডিনেশন কমিটি গঠন করা হবে। সেই দফতর দুটি হল স্বাস্থ্য দফতর ও নগরোন্নয়ন দফতর। কমিটির সদস্যরা প্রতিনিয়ত নিজেদের যোগাযোগ রেখে চলবে। বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডেঙ্গি রুখতে ১০ নভেম্বর থেকে প্রতি ওয়ার্ডে প্রচার ও সাফাই অভিযানে নামছে কলকাতা পুরসভা। প্রয়োজনে এলাকার সেলিব্রিটিদের সঙ্গে নিয়ে প্রচার চালানো হবে। বৈঠক শেষে ফিরহাদ হাকিম জানান, দরকার হলে কাজে লাগানো হবে সিনেমার চরিত্রও। মুন্নাভাইয়ের মতো গান্ধীগিরি করে আম জনতাকে এলাকা পরিষ্কার করার আবেদন জানানো হবে।