কলকাতা

‘ফ্রিডম অ্যাট মিড নাইট শুনেছি, গভর্নমেন্ট অ্যাট মিড নাইট শুনিনি, কটাক্ষ মমতার

‘মহারাষ্ট্রে সংবিধান মেনে কাজ করা উচিত, রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না’– মমতা

মহারাষ্ট্রের সরকার গঠনের নাটক নিয়ে এবার মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নিশানায় মহারাষ্ট্রের রাজ্যপালের ভূমিকা । মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ফ্রিডম অ্যাট মিড নাইট শুনেছি । গভর্নমেন্ট অ্যাট মিড নাইট শুনিনি। মহারাষ্ট্র আজ পথ দেখিয়েছে । ভয় দেখিয়ে কিছু হবে না।’ মহারাষ্ট্রে ফড়নবিশ সরকারের শপথ ও তার তিনদিন বাদেই ইস্তফা । এমন জটিল পরিস্থিতির জন্য মহারাষ্ট্রে সরকার গড়া নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের । মুখ্যমন্ত্রীর মতে রাজ্যপালের ভূমিকা সঠিক ছিল না । মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই অব্যাহত রাজনীতির নাটক । প্রতি মুহূর্তেই চলছে পট পরিবর্তন । সুপ্রিম রায়ের পরই মহানাটকীয় পট-পরিবর্তন। রায়ের কয়েক ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন দেবেন্দ্র ফড়নবীশ। আর আগে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান অজিত পওয়ার। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করা অসম্ভব বুঝেই এই সিদ্ধান্ত? বুধবার সকালেই মহারাষ্ট্রে আস্থাভোটের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তবে বিদায়ী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ নিজেই স্পষ্ট করে দিয়েছেন, বিজেপি আর আস্থা ভোটে যাবে না । এরপরই মহারাষ্ট্রের পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, ‘দেশের পরিস্থিতির উপর নজর রাখছি । আস্থা ভোট করতে নির্দেশ দিয়েছেন । মাঝরাতে সরকার গড়ার কী দরকার ছিল । রাজ্যপালের ভূমিকা ঠিক ছিল না । সংবিধান মেনে কাজ করা উচিত । কাউকে না জানিয়ে সরকার গড়া হল । এভাবে সরকার গড়া ঠিক নয় ।’