দেশ

লোকসভায় গডসেকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরেই ডিফেন্স প্যানেল থেকে বাদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর

সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যখন ডিফেন্স প্যানেলের সদস্য হয়েছিলেন, তখনই সমালোচনায় মুখর হয়েছিলেন অনেকে। তাঁদের বক্তব্য ছিল, মালেগাঁও বিস্ফোরণ মামলায় অভিযুক্ত সাধ্বী কীভাবে ওই প্রতিরক্ষা বাহিনীকে পরামর্শ দিতে পারেন? এরপর গত বুধবার সংসদে বিতর্কিত মন্তব্য করেন প্রজ্ঞা। মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসেকে তিনি বলে ‘দেশভক্ত’। তার কয়েক ঘণ্টার মধ্যে শোনা গেল, ডিফেন্স প্যানেল থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রজ্ঞাকে। একইসঙ্গে বিজেপি থেকে জানিয়ে দেওয়া হয়, প্রজ্ঞার ওই মন্তব্য দল সমর্থন করে না। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা বলেন, প্রতিরক্ষা সংক্রান্ত উপদেষ্টা কমিটি থেকে প্রজ্ঞাকে বাদ দেওয়ার সুপারিশ করছি। তাঁর কথায়, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, প্রজ্ঞা সংসদের চলতি অধিবেশনে আমাদের সংসদীয় দলের বৈঠকে অংশ নেবেন না।’