আজ সকাল ৮টা নাগাদ শুরু হয়েছিল তিন বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। কালিয়েগঞ্জ, খড়গপুর সদর এবং করিমপুর কেন্দ্রে। খড়গপুর সদর কেন্দ্রের শাসক দলেরই জয়জয়কার। গত ২১ বছরে এই প্রথম খড়গপুর কেন্দ্রে জিতল তৃণমূল। ১৮,৭৪৭ ভোটের ব্যবধানে খড়গপুরে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই চমক দেখা গিয়েছিল। তৃণমূল, বিজেপি, বাম-জোটের হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছিল সকাল থেকেই। প্রথম রাউন্ডের শেষে বাম-কং জোটই এগিয়ে ছিল। তৃণমূল ছিল তৃতীয় নম্বরে। তারপরের কয়েকটি রাউন্ডে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী প্রেমচন্দ্র ঝাঁ। পঞ্চম রাউন্ডের ভোট গণনা শুরু হওয়ার পর থেকে দেখা গেল গেরুয়া ঝড়। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকল ভোট ব্যবধান। প্রথম রাউন্ডের শেষে এগিয়ে থাকা বাম-কং জোট ক্রমশ পিছিয়ে পড়তে থাকল। ক্রমশই দেখা গেল, লড়াই মূলত শাসক দল ও বিজেপির।