দেশ

এতে কোনও সন্দেহ নেই মোদি-শাহর নির্দেশে কাজ করছেন মহারাষ্ট্রের রাজ্যপাল, আক্রমণ সোনিয়ার

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন উদ্ধব ঠাকরে। তার আগেই মহারাষ্ট্রের রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ এবং এনসিপির অজিত পাওয়ারকে গত শনিবার শপথের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন রাজ্যপাল। তাঁর এই ভূমিকাকে মজা করে অভূতপূর্ব ও খোঁচা মেরে নিন্দনীয় বলেছেন সোনিয়া। তাঁর কথায়, ‘‌এতে কোনও সন্দেহ নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নির্দেশ অনুযায়ী কাজ করছেন রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারি। শিবসেনার সঙ্গে জোট ভেঙে যাওয়ার কারণ বিজেপির অহঙ্কার ও অতিরিক্ত আত্মবিশ্বাস।’‌ এরপরেই সোনিয়ার সংযোজন, ‘‌কংগ্রেস-এনসিপি-শিবসেনার সরকার যাতে গঠিত না হতে পারে, তারজন্য সবরকম চক্রান্ত করেছিল বিজেপি। কিন্তু আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। তারপরেই মোদি-শাহ গাড্ডায় পড়ে গেলেন। এটুকু জোর দিয়ে বলতে পারি, বিজেপির কারসাজি আটকাতে আমরা তিন দল ঐক্যবদ্ধভাবে কাজ করব।’‌ মহারাষ্ট্রের কৃষকদের সমম্যা নিয়েও বিজেপিকে আক্রমণ করেছেন সোনিয়া। বলেছেন, ‘‌দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেউলিয়া না হয়ে যায়। গোটা দেশ সহ মহারাষ্ট্রের কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা খারাপ। আর মোদি-শাহ সমস্যার দিকে নজর না দিয়ে নিজেদের ঢাক পেটাতেই ব্যস্ত।’‌