মহারাষ্ট্রে মুখ পুড়েছে বিজেপি-র। তারই মধ্যে ফের আঘাত হানার খবর দিল একদা জোট শরিক শিবসেনা। শিবসেনা সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউত শুক্রবার জানান, খুব শীঘ্রই মহারাষ্ট্রের পর রাজনৈতিক ভূমিকম্প হবে গোয়াতে। আর তাতে বিজেপি শাসিত এই রাজ্যটিও হাতছাড়া হবে। এটা যে ফাঁকা আওয়াজ নয় তার প্রমাণ মিলেছে এদিন সকালে। দেখা গিয়েছে, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই-সহ তাঁর দলের তিন বিধায়কের সেখানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করছেন সঞ্জয় রাউত। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কী এবার গোয়া পাখির চোখ শিবসেনার? এই বিষয়ে অবশ্য সঞ্জয় রাউত বলেন, ‘কমপক্ষে ৪ জন বিধায়ক, গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই-সহ আরও বিধায়করা শিবসেনার সঙ্গে যোগাযোগ রাখছে। আমি মহারাষ্ট্র গোমন্তক পার্টির প্রধান সুধীন দাভলিকরের সঙ্গে কথা বলেছি। এছাড়া আরও কয়েকজন বিধায়ক যাঁরা গোয়া সরকারকে সমর্থন করেছে তাঁরাও যোগাযোগ রাখছে।’ গোয়াতেও অনৈতিক সরকার তৈরি হয়েছে। তাই পরিকল্পনা করা হচ্ছে বিভিন্ন দলকে নিয়ে পৃথক ফ্রন্ট তৈরি করে মিরাকেল ঘটাতে। এনসিপি-কংগ্রেস এবং শিবসেনা সহ-আরও কয়েকটি দলকে নিয়ে অবিজেপি ফ্রন্ট তৈরি করা হবে। তারপর প্রমোদ সাওয়ান্তের অনৈতিক-দুর্নীতির সরকারকে টেনে নামানো হবে বলে জানান সঞ্জয় রাউত। আর তাঁকে সমর্থন করেছেন গোয়া ফরওয়ার্ড পার্টির সভাপতি বিজয় সরদেশাই।