ফের অর্থনৈতিক সঙ্কট ঠেকাতে ব্যর্থ মোদি সরকার। চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) এসে ঠেকল ৪.৫ শতাংশে, গত ছ’বছরে যা সর্বনিম্ন। শুক্রবার সরকারি নথি থেকে এমনই তথ্য উঠে এল। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-‘১৯ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৬.৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ, শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫.৮ শতাংশে গিয়ে ঠেকেছিল। ২০১৯-‘২০ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার ৫ শতাংশে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাত্ জুলাই থেকে সেপ্টেম্বরে তার চেয়েও কমল আর্থিক বৃদ্ধির হার। এর আগে, ২০১৩ সালে শেষ ত্রৈমাসিকে আর্থিক বৃদ্ধির হার গিয়ে ঠেকেছিল ৪.৩ শতাংশে। তারপর এই প্রথম আর্থিক বৃদ্ধির হার এত নামল।