চামড়ার গুদামের আগুন ছড়াল সংলগ্ন এলাকায়। আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় জখম হলেন একজন। ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ কসবা শিল্পতালুকে। প্রথমে রাস্তার পাশে অবস্থিত ওই গুদামে আগুন লাগে। চামড়া, চামড়া জোড়ার আঠার মতো দাহ্য পদার্থে ঠাসা গুদামে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত তা বিধ্বংসী রূপ নেয়। ওই গুদাম সংলগ্ন দুটি ঝুপড়ি, একটি রেস্তোরাঁ এবং শিল্পতালুক চত্বরের একটি বেসরকারি হাসপাতালের নার্সিং স্কুলও আগুনের গ্রাসে চলে আসে। বাঁশ, দরমা, বেড়ার মতো দাহ্য পদার্থে তৈরি ঝুপড়িতে আগুন লেগে যাওযায় তীব্রতা আরও বৃদ্ধি পায়। অগ্নিকান্ডের জেরে রেস্তোরাঁর সিলিন্ডার পরপর ফাটতে শুরু করলে আতঙ্ক ছড়ায় লাগোয়া এলাকায়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর চেষ্টা করেন। তাতে জখম হন একজন। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন গিয়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় প্রায় ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। অগ্নিদগ্ধ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। গুদামটি সম্পূর্ণ ভস্মীভূত। নার্সিং স্কুলের দোতলার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তদন্তে দমকল জানিয়েছে ওই গুদামটির অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক ছিল না।