উত্তরপ্রদেশঃ যোগীর রাজ্যে বারবার খবরের শিরোনামে উঠে আসছে মিড–ডে মিল। কোথাও তা শুধুই নুন–রুটি দেওয়ার জন্য তো কখনও খারাপ গুণমানের খাবারের জন্য। তবে এবার মিড–ডে মিলের ডালের ভিতর মিলল মরা ইঁদুর। ঘটনাটি ঘটেছে মুজাফফ্রনগর জেলার হাপুর শহরতলির একটি সরকারি স্কুলে। সেখানে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের পরিবেশিত অড়হর ডালের ভিতর দেখা গিয়েছে একটি মরা ইঁদুর। জনকল্যাণ সংস্থা কমিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ওই স্কুলের জন্য মিড–ডে মিল রান্নার দায়িত্বে রয়েছে। মরা ইঁদুরের ডাল খেয়ে ৯ জন ছাত্রছাত্রী এবং বেশ কয়েকজন শিক্ষক–শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শুয়েই ষষ্ঠ শ্রেণির ছাত্র শিবাঙ্গ অভিযোগ করেছে, চামচ দিয়ে ডাল তোলার সময়ই পাত্রের তলায় তারা ইঁদুরটি দেখতে পায়। মোট ১৫ জন ছাত্রছাত্রী তখনও পর্যন্ত ওই ডাল খেয়েছিল। বাকিদেরও নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। এব্যাপারে রাজ্য সরকার কোনও প্রতিক্রিয়া না দিলেও তদন্তের নির্দেশ দিয়েছে।