দেশ

জামিন পেয়েই মোদি সরকারের অর্থনীতি নিয়ে বিস্ফোরক চিদাম্বরম

আজ এক সাংবাদিক সম্মেলনে পি চিদাম্বরম দাবি করেন, মোদি সরকার জানেইনা অর্থনীতি নিয়ে কী করতে হবে। নিজেদের অবস্থানে গোঁড়ামির জন্য আজ এই সরকার ভারতের অর্থনীতিকে নামিয়ে এনেছে । এবিষয়ে তিনি সরকারের ‘কর সংক্রান্ত সন্ত্রাসবাদ’, ‘ভুল জিএসটি’,’ নোট বাতিল’,’ সংরক্ষণ’এর সমালোচনা করেন। পি চিদাম্বরম দাবি তোলেন , আর্থনীতিতে ৫ শতাংশে নামিয়ে এনেছে মোদী সরকার। আর তারপরও চুপ মোদি সরকার। তিনি বলেন, বিভিন্ন অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, এই সরকার ‘ অর্থনীতির অপদার্থ ম্যানেজার’ । এপ্রসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী বলেন, মোদি সরকার যদি সাহায্য চায়,তাহলে তাঁরা এগিয়ে আসতে পারেন। কারণ বর্তমানে দেশের যা আর্থিক অবস্থা তাতে, কংগ্রেস সহ কয়েকটি দলই একমাত্র সংকট মোচন করতে পারে। তাঁর দাবি, বিজেপির পক্ষে আর্থিক সংকট মোচন করা সম্ভব নয়। দেশে রঘুরাম রাজন থেকে অরবিন্দ সুব্রহ্মণ্যম , উর্জিত প্যাটেলের মতো অর্থনীতিবিদদের কথা কানে নেয়নি মোদি সরকার। মনে রাখতে হবে সুব্রহ্মণ্যম বলেছিলেন, জিডিপি ৫ শতাংশে এসে দাঁড়াবে। আর তাই হয়েছে। চিদাম্বরম বলেন,’জিডিপি যে ৫ শতাংশে এসে দাঁড়িয়েছে তা মূলত ১.৫ শতাংশ’।  জামিনে মুক্তি পাওয়ার পর আজ সকাল সকাল সংসদে হাজির হন কংগ্রেসের শীর্ষ নেতা। গান্ধী মূর্তির পাদদেশে দ্রব্যমূল্য বিশেষত পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধীরা। সেই বিক্ষোভেও সামিল হতে দেখা যায় চিদম্বরমকে। সাংবাদিকদের তিনি বলেন, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে একটিও চার্জ গঠিত হয়নি। যদিও মামলা সম্পর্কে কোনও মন্তব্য করেননি চিদম্বরম। তিনি এও বলেন, ‘মোদি সরকার সংসদে আমার কণ্ঠরোধ করতে পারবে না।’