কলকাতা জেলা

সোমবার থেকে রেশন দোকানে ৫৯ টাকা কেজি দরে মিলবে পেঁয়াজ, বড় সিদ্ধান্ত রাজ্যের

কলকাতাঃ সোমবার থেকেই রাজ্যে রেশন দোকানে মিলবে সস্তায় পেঁয়াজ। ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ দেওয়া হবে। সপ্তাহে পরিবার পিছু এক কেজি পেঁয়াজ মিলবে। এর আগে সরকারের তরফে ঠিক করা হয়েছিল কিছু দোকানের মাধ্যমে সস্তায় পেঁয়াজ দেওয়া হবে। এবার রেশন দোকানের মাধ্যমেই সেই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের ৯৩৫টি রেশন দোকানে সস্তার পেঁয়াজ মিলবে বলে রবিবার জানালেন রাজ্যের কৃষি উপদেষ্টা প্রদীপ মজুমদার। বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের দাম আকাশছোঁয়া। রবিবারই বেঙ্গালুরুতে ২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে পেঁয়াজ। কলকাতা সহ রাজ্যে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আগেই ৫৯ টাকা দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নেয়।  তাই রেশন দোকানের মাধ্যমে সস্তার পেঁয়াজ বিক্রির উদ্যোগ নিল নবান্ন। রাজ্যে পিঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বিশেষ টাস্ক ফোর্স গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ সেই টাস্ক ফোর্সের আধিকারিক কমল দে রবিবার বলেন, “গতকাল কলকাতায় চার লরি নতুন পিঁয়াজ ঢুকেছে । এছাড়া ছয় লরি পুরনো পিঁয়াজও এসেছে । আগামীকাল থেকে প্রতিদিনই পিঁয়াজের গাড়ি নাসিক থেকে আসবে ৷ ” কমলবাবু মনে করছেন, এর জেরে পিঁয়াজের দাম কিছুদিনের মধ্যেই কমবে ।