সোমবার লোকসভায় নাগরিকত্ব বিল পেশের প্রস্তাব ২৯৩-৮২ ভোটে পাশ হল। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করলে বিরোধীরা ভোটাভুটি চান। এরপর অমিত শাহ বিলটি ফের পেশ করেন আলোচনার জন্য। বিলের সপক্ষে অমিত শাহ বলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে ভারত ভাগ না করলে এই বিলের দরকারই হত না। তাঁর আশ্বাস, সংখ্যালঘুদের কোনও বিপদ নেই। বিলে কোথাও মুসলিমদের নাম নেই। তাদের কোনও অধিকারও কাড়া হচ্ছে না। বিরোধীদের বক্তব্য, এই বিল অসাংবিধানিক। কংগ্রেসের অধীর চৌধুরী বলেন, সংবিধানের মৌলির নীতিরই এই বিল বিরোধী। তৃণমূল সব সাংসদদের লোকসভায় চারদিন হাজির থাকতে হুইপ জারি করেছে। বিলে দুটি গুরুত্বপূর্ণ সংশোধনী পেশ করছে সিপিএম। অসমের ধুবুড়ির সাংসদ বদরুদ্দিন আজমলের মতে, বিল সংবিধান ও হিন্দু-মুসলিম ঐক্যের বিরোধী।