শনিবার সকালে আচমকাই দিল্লির মুন্ডকা এলাকার একটি গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২১টি ইঞ্জিন। আগুন নেভানোর চেষ্টা চলছে। প্রত্যক্ষদর্শীদের মতে, শনিবার ভোর ৫টা নাগাদ পশ্চিম দিল্লির মুন্ডকা এলাকার একটি গোডাউন থেকে তাঁরা কালো ধোঁয়া বেরোতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। তবে তার আগে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে দেন। উদ্ধার করা হয় গোডাউনে আটকে পড়া কয়েকজনকে। দমকলের প্রায় ২১টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা শুরু করেছে। যদিও আগুন এখনও নেভানো সম্ভব হয়নি। আগুন আয়ত্ত্বে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন দমকলকর্মীরা। তবে স্থানীয়দের তত্পরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি বলে দমকলের তরফে জানানো হয়েছে। ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।