দিল্লি সহ দেশের একাধিক রাজ্যে আজ থেকে মাদার ডেয়ারির দুধের দাম বাড়ল। মাদার ডেয়ারির সঙ্গে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আমুল-ও। এক ও হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে আজ থেকে দিতে হবে বেশি মূল্য। মাদার ডেয়ারির তরফে জানানো হয়েছে, সবরকম দুধের ক্ষেত্রেই দাম বাড়ানো হয়েছে। বুথ থেকে টোকেন মারফত দুধ আনুন বা প্যাকেটে থাকা টেনড মিল্ক, সব ক্ষেত্রেই দিতে হবে বেশি দাম। ফুল ক্রিম, টোনড, ডাবল টোনড ও গরুর দুধের ক্ষেত্রে বাড়ছে দাম। হাফ লিটার দুধের প্যাকেট কিনতে গেলে এবার থেকে আগের চেয়ে এক টাকা বেশি দাম দিতে হবে। এক লিটার দুধের ক্ষেত্রে দুই থেকে তিন টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে। মাদার ডেয়ারি ও
আমুল-এর দেখানো রাস্তা ধরে এবার দেশের অন্য দুধ ও দুগ্ধজাত দ্রব্য প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। দুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে প্লাস্টিকের ব্যবহার কম করার জন্য নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার. সেই জন্যই এই মূল্বৃদ্ধি বলে মনে করা হচ্ছে। সিঙ্গল ইউজ প্লাস্টিক ব্যবহার আগের থেকে অনেকটাই কম হতে পারে। আমুল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এক লিটার দুধের ক্ষেত্রে তারা দুটাকা দাম বাড়িয়েছে। দিল্লি ছাড়াও গুজরাত, বাংলা, মুম্বইসহ মহারাষ্ট্রের বেশ কিছু জায়গায় আজ থেকে নতুন দামে বিক্রি হবে মাদার ডেয়ারি ও আমুল-এর দুধ।