কলকাতাঃ পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের মঞ্চ থেকে দিলেন সম্প্রীতির বার্তা । এদিন নাম না করে মঞ্চ থেকে নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “ধর্ম যার যার । উৎসব সবার । কাউকেই আর ঠিকানা বিসর্জন করতে হবে না । ” মুখ্যমন্ত্রী বলেন, “নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে সব সম্প্রদায়ের মানুষ উদ্বেগে রয়েছেন । যখন আমি দেখি, কেউ কেউ ভাবে আমি আজ আছি, কাল আমার ঠিকানাটা থাকবে তো । আমরা বলি ঠিকানা আমাদের সবার আছে । অস্তিত্বের ঠিকানা কাউকে বিসর্জন দিতে দেব না । ঠিকানা সবার থাকবে ।” এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেন, দলীয় সাংসদ ডেরেক ও’ব্রায়েন, কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম সহ অন্যান্যরা । উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মাও ।