নয়াদিল্লিঃ যাঁদের নাগরিকত্ব দেওয়ার কথা বলছেন, তাঁদের থাকার জায়গা দিতে পারবেন তো? কাজ দিতে পারবেন তো? ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব হলের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেন্দ্রের সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ডুবন্ত। দেশে চাকরি নেই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম রোজ রোজ বাড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যাঁদের নাগরিকত্ব দিতে চাইছেন, তাঁরা থাকবে কোথায়? দিল্লি, মুম্বই, অসম, ত্রিপুরাতে তাঁদের থাকার জায়গা করে দিতে পারবেন তো? তাঁদের চাকরি দিতে পারবেন তো?’ এনআরসি প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, ‘সারা দেশে এনআরসি চালু করতে চাইছেন। কিন্তু যাঁদের কাছে দরকারি নথি নেই, তাঁদের কি দেশ থেকে ভাগিয়ে দেবেন? আবার এদিকে আপনারা বলছেন, যাঁরা পাকিস্তান থেকে আসবেন, তাঁদের নাগরিকত্ব দেবেন।’ দেশের অর্থনীতিতে যখন জরুরি অবস্থা চলছে, ঠিক সেই সময়েই কেন সংশোধনী নাগরিকত্ব বিল পাশ করাল কেন্দ্রের মোদি সরকার? প্রশ্ন তোলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পেঁয়াজ সহ অন্যান্য শাক–সবজির দাম দিনে দিনে বাড়ছে। কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। কাজ হারাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে হিংসার রাজনীতি চলছে। পড়ুয়াদের আক্রমণ করা হচ্ছে। মহিলা নিগ্রহ চলছে সারা দেশে। কোন দিকে যাচ্ছে দেশ?’