দেশ

পিনাকা মিসাইলের সফল উৎক্ষেপণ

আজ ওডিশার উপকূল থেকে পিনাকা মিসাইলের সফল উৎক্ষেপণ করে সেনাবাহিনী। নয়া প্রযুক্তিতে ৯০ কিলোমিটারের দূরের যে কোনও বস্তুকে নির্ভুল আঘাত হানতে সক্ষম পিনাকা। ভারতীয় সেনাবাহিনীর জন্য এই মিসাইল বানিয়েছে ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অরগাইনজেশন (ডিআরডিও)। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র ৯০ কিলোমিটার দূরের বস্তুকে আঘাত হানতে সক্ষম পিনাকা মিসাইল সিস্টেম। পিনাকার রকেট সিস্টেম এতটাই উন্নত যে ৬০ সেকেন্ডের কম সময়ে একসঙ্গে ১২টি রকেট শত্রুপক্ষের প্রাচীর ভেঙে দিতে সক্ষম।