মুর্শিদাবাদঃ লাইনের উপরে জ্বলন্ত টায়ার, লাঠি হাতে জনাদশেক যুবক দাপিয়ে বেড়াচ্ছে রেলপথ। পাশে দাঁড়িয়ে তাঁদের নির্দেশ দিচ্ছে আর বাকি দুই জন জ্বলন্ত বিক্ষোভের ভিডিও করছে। বুধবার লালবাগের কাছে রেললাইনের উপরে এই ‘নকল-বিক্ষোভের’ ভিডিও তোলার সময়ে ধরা পড়ে ৫ যুবক। বেগতিক বুঝে বাকিরা সব পালিয়ে যায়। দিন কয়েক আগেই প্রধানমন্ত্রী বার্তা দিয়েছিলেন, নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হচ্ছে কারা, পোশাক দেখলেই মালুম হয়। লুঙ্গি-মাথায় ফেজ টুপি, বুধবার সন্ধ্যায় লালবাগের ওই রেলগেটে ‘বিক্ষোভকারীদের’ পোশাক দেখে ধন্দে পড়েছিল পুলিশও। তবে, পুলিশের জেরার মুখে পাঁচ জনই পুলিশের কাছে কবুল করেছে তারা কেউ এবিভিপি কেউ বা বিশ্ব হিন্দু পরিষদের সদস্য। শুক্রবার তাদের লালবাগে এসিজেএম আদালতে তোলা হলে বিচারক অভিষেক সরকার ও প্রভাকর সাহাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। বাকি ৩জনকে ১৪দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাগের শ্রীপাট কুমারপাড়া রাধামাধব মন্দির লাগোয়া রেলগেটে ভিডিও বানাছিল। এই ব্যাপারটা দেখেই সন্দেহ হয় আশপাশের বাসিন্দাদের। তাঁরাই পুলিশ খবর দেন।