কলকাতা

কলকাতায় পড়ুয়ারা মিছিল করে ব্যারিকেড ভেঙে বিজেপির পার্টি অফিসে ঢোকার চেষ্টা, পুলিশের বিচক্ষণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে

বাঁশ, লাঠি হাতে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা সমর্থকরাও , উত্তেজনা এলাকায়

কলকাতাঃ সংশোধিত নাগরিকত্ব আইন এবং দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর পুলিশি আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে কলকাতার একাধিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। আজ একাধিক কলেজের পড়ুয়াদের মিছিল ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় কলকাতায়। ব্যারিকেড ভেঙে বিজেপি পার্টি অফিসে ঢোকার চেষ্টা পড়ুয়াদের। যদিও পুলিশের বিচক্ষণতায় পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরপর দুটি বাস দাঁড় করিয়ে রাখা হয় বিজেপি অফিসের সামনে। এছাড়াও রোডের মুখে তিনটি ব্যারিকেড দিয়ে রাখে কলকাতা পুলিশ। তাতে পড়ুয়ারা কার্যত আটকে পড়ে। শুধু তাই নয়, পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয় যে, উত্তেজনা ছড়াতে পারে এমন কোনও ধরনের মন্তব্য করা যাবে না। সব মিলিয়ে মিছিল বিজেপি পার্টি অফিসের সামনে দিকে গেলেও বড় কোনও ঘটনা ঘটেনি। গোটা মিছিল পাঠিয়ে দেওয়া হয় মহাজাতি সদনের দিকে। অন্যদিকে বাঁশ,লাঠি হাতে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির কর্মীরা সমর্থকরাও। তবে এই মুহূর্তে মহাজাতি সদনের সামনে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের। জাতীয় পতাকা হাতে অবস্থান করছে পড়ুয়ারা। আর এই অবস্থান ঘিরে মধ্য কলকাতায় তীব্র যানজটের পরিস্থিতি তৈরি হয়েছে।