জেলা

বনদপ্তরের পাতা ফাঁদে অবশেষে খাঁচাবন্দি চিতা

আলিপুরদুয়ারঃ জলপাইগুড়ির পর এবার আলিপুরদুয়ার। বনদপ্তরের পাতা ফাঁদে খাঁচাবন্দি চিতা। ঘটনাটি আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকার গ্যারগেন্দা চা বাগানের। সম্প্রতি ২৩ বছরের গীতা প্রজা নামক এক যুবতীকে খুবলে খেয়েছিল চিতাটি। তারপর থেকেই খাঁচা পেতে মাদারিহাটের চা বাগানগুলিতে বাঘটিকে ধরতে এক মাসেরও বেশী সময় ধরে চেস্টা চালাচ্ছিল বনদপ্তর। অবশেষে সোমবার গ্যারগেন্দা চা বাগানের ২৩ নম্বর সেকশনে বসানো খাঁচায় ধরা পড়ল পুর্নবয়স্ক পুরুষ চিতাটি। এই নিয়ে দক্ষিণ খয়েরবাড়ি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মোট চিতাবাঘের সংখ্যা দাড়াল ১৯ টিতে। ওই রেসকিউ সেন্টারে চিতাবাঘ রাখার মতো পরিকাঠামো নেই । পাশাপাশি, উপচে পড়া চিতাবাঘের খাবারের জন্য বনদপ্তরের খরচও বাড়ছে প্রতিদিন। তাই সেন্ট্রাল জু অথরিটির অনুমতি নিয়ে বনদপ্তর চিতাবাঘগুলিকে রাজ্য ও দেশের বিভিন্ন চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে । ডিএফও কুমার বিমল জানান , ইতিমধ্যেই ছয়টি চিড়িয়াখানা থেকে চিতাবাঘের জন্য সাড়া মিলেছে।