লোকসভা নির্বাচনের এক সপ্তাহ আগেই রেপো রেট কমাল আরবিআই। বৃহস্পতিবার আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছেন, ২৫ বেসিস পয়েন্ট কমে ৬.২৫ শতাংশের বদলে রেপো রেট হল ৬ শতাংশ। ফলে ঋণ, ইএমআই আরও সস্তা হবে। মানুষের কেনাকাটির পরিমাণ বাড়বে। তবে সঞ্চয়ে সুদের হার কমবে। গভর্নর বলেছেন, বেসরকারি বিনিয়োগে জোয়ার এনে দেশের অভ্যন্তরীণ উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। যে হারে ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদি ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক সেটাকেই বলে রেপো রেট।