জেলা

বিমল গুরুং পাহাড়ে আসলে আবার অশান্তি হতে পারে, সেই কারণেই তার দার্জিলিংয়ে আসা রোধ করা হল

শিলিগুড়িঃ সকাল থেকেই পাহাড় থেকে মানুষ সমতলে নামতে শুরু করে, বিমল গুরুংয়ের কথায় আজ পাহাড়ের রাজা নিজের রাজত্বে ফেরার কথা, সময় ছিল কখনো দুপুর বারোটা, আবার কখনো দুপুর দু টা , সময় যাই হোকনা কেন অনুগামীরা অপেক্ষা করতে রাজি । কিন্তু আজ বাগডোগরা বিমানবন্দর ঢেকে নিয়েছিল পুলিশ , তৈরি করা হয়েছিল আলাদা নিরাপত্তা বলয় , অনুগামীদের গাড়ি অনেক দূর থেকেই আটকে দেয় রাজ্য পুলিশ । কিন্তু বিমল গুরুংয়ের ফিরে আসা আপাতত বন্ধ , সে পাহাড়ে আজ ফিরছে না মাটিগড়ার একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে সাফ জানিয়ে দিলেন গোর্খা জনমুক্তি মোর্চার স্পোক পার্সন বিপি বজগঈ , উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি লোকসং লামা , সহ সভাপতি বিশাল ছেত্রী । বিপি বিপি বজগঈ জানান , গতকালের ভিডিও প্রকাশের পর অনুগামীরা পাহাড় থেকে নেমে এসেছে আমার আহ্বান করেছিলাম শুধুমাত্র দলের কর্মকর্তাদের , কিন্তু তাদের কাছে খবর ছিল বিমল গুরুং পাহাড়ে ফিরলে

অশান্তি আবার শুরু হতে পারে , নাম না করে সাফ বুঝিয়ে দিলেন সেই অশান্তি করতে প্রস্তুত বিনয় তামাং ও তার দল , কার্যত সেই কারণেই দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে বিমল গুরুং পাহাড়ে ফিরবে না । তবে উদ্দেশ্য কোন নির্বাচনী প্রচার ছিল না , হাইকোর্টে কেস হস্তান্তর হবার বিভিন্ন পক্রিয়া চলাবার জন্যই আজ আসবার জন্য প্রস্তুত হয়েছিল বিমল গুরুং , কিন্তু রাজ্য সরকারের ন্যায় বিচার ব্যাবস্থার উপর বিশ্বাস হারিয়ে আসা রোধ করল দল । পাশাপাশি তারা আরও জানান , বিজেপি পাহাড়ে নির্বাচনী লড়াইয়ে জিতবে সেটা একশো শতাংশ নিশ্চিত কিন্তু তার মার্জিন বারবার জন্য বিমল গুরুং ও রোশন গিরির থাকাটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ , তারা নির্বাচনী প্রচার করতে পারেন যা থেকে বিরত থাকছেন , এ নিয়ে তারা নির্বাচন কমিশনকে জানাবেন । হাইকোর্টের কাজ কর্ম করবার জন্য দিল্লি থেকে রোহন রাই ও যোগেশ প্রধান বাগডোগরা বিমানবন্দরে আসলে তাদের গ্রেফতার করা হয় , এ বিষয়েও তারা পিটিশন জমা দেবে । তবে কবে বিমল গুরুং আসবে তা এখনো ধোঁয়াশায় থেকে গেল ।