কলকাতা

দিল্লির সংঘর্ষের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রীর, শান্তি বজায় রাখার আবেদন

কলকাতাঃ ভুবনেশ্বর যাওয়ার পথে দিল্লির সংঘর্ষের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‌আমি মনে করি, শান্তি বজায় রাখা সকলের দরকার। আমাদের দেশ শান্তির দেশ, মানবতার দেশ। সকলকে নিয়ে একসঙ্গে চলার দেশ। এখানে হিংসার কোনও স্থান নেই। যা ঘটছে, তাতে খুবই উদ্বিগ্ন। জানি না কী হচ্ছে! সকলকে শান্তি বজায় রাখার আর্জি জানাচ্ছি। পরিস্থিতির উপর নজর রাখছি।’‌ নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতার বরাবরই সোচ্চার মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথম থেকেই এই আইনের বিরুদ্ধে মুখ খুলে কেন্দ্রের সমালোচনা করেছেন তিনি।