খেলা

মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৮৫ রানে হারলো ভারত

অস্ট্রেলিয়ার মহিলা দলের বিশাল রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ১০০ রানও করতে পারল না ভারতের মেয়েরা। প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ের থেকে এক কদম দূরেই থেমে যেতে হল। অস্ট্রেলিয়ার ১৮৪ রানের জবাবে ৯৯ রানেই থেমে গেল ভারতের ইনিংস। হার ৮৫ রানে।  মেলবোর্নে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। শুরু থেকেই ভারতীয় বোলারদের চাপে ফেলে ঝোড়ো ইনিংস খেলতে শুরু করেন দুই অসি ওপেনার। দীপ্তি–শিখাদের পিটিয়ে ওপেনিং জুটিতে মাত্র ১১.‌৩ ওভারে ১১৫ রান তোলেন অ্যালেসা হেলি এবং বেথ মুনি। এরপর ৩৯ বলে ৭৫ রান করে অ্যালেসা আউট হলেও উল্টোদিকে কার্যত অপ্রতিরোধ্য ছিলেন মুনি। শেষদিকে পরপর দু’‌তিনটি উইকেট পড়লেও মুনি নিজের লক্ষ্যে অবিচল ছিলেন। তাঁর ৫৪ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে অস্ট্রেলিয়া তোলে চার উইকেটে ১৮৪ রান।