গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে একের পর এক নাটক হয়েছে। কংগ্রেস ছেড়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শিগগির তিনি বিজেপিতে যোগ দেবেন। তাঁর ২২ অনুগামী বিধায়কও কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। কিন্তু তারপরেও সরকার ধরে রাখার ব্যাপারে আত্মবিশাসী মুখ্যমন্ত্রী কমলনাথ। বললেন, জ্যোতিরাদিত্য যতই চেষ্টা করুন, তাঁর সরকার পড়বে না। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের সামনে কমলনাথ বলেন, “ভয় পাওয়ার কিছু নেই। আমরা আমাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেব। আমাদের সরকার নিজের পাঁচ বছর পূর্ণ করবে।” একই সুর শোনা গিয়েছে মধ্যপ্রদেশের আর এক বর্ষীয়ান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের গলাতেও। তিনি বলেন, “আমরা আস্থা ভোটে যাব। চারজন নির্দল, সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির দুই বিধায়ক আমাদের সঙ্গেই আছে। আমরা তাদের সঙ্গে কথা বলছি।”