জেলা

ভোট যন্ত্রের সাথে VVPAT দেখতে উৎসাহী ভোটাররা

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ নির্বাচন কমিশন-এর নির্দেশ মতো বিভিন্ন বুথ এরিয়াতে এবার ভোট গ্রহনের প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে সারাদেশেই প্রচার শুরু হয়েছে। সমস্ত লোকসভায় এই প্রথমবার এই VVPAT মেসিনটি ভোটিং কম্পার্টমেন্টের মধ্যে থাকবে। ভোটাররা ভোট দেওয়ার পর তারা নিজেদের চোখেই দেখে নিতে পারবেন যে তার পছন্দের প্রার্থী তার দেওয়া ভোটটি পেলেন কিনা। তার পছন্দের প্রার্থীর বোতাম টিপে ভোট দেওয়ার পর এই যন্ত্রে একটি স্লিপ দেখা যাবে এবং সেখানে তার পছন্দের প্রার্থীর প্রতীক ও নাম দেখতে পারবেন। হাওড়ার সাকঁরাইল ব্লকের অন্তর্ভুক্ত ধুলোগড়ী গ্রাম পঞ্চায়েতের ১১৭ নং বুথের সামনে উৎসাহী ভোটারদের দেখা যায় এই নতুন যন্ত্রটি একবার হাতে- কলমে দেখে নেওয়ার জন্য। এই মুহুর্তে সমস্ত বুথ এরিয়াতে সেক্টর অফিসাররা ভোটারদের ভোট প্রক্রিয়া সম্পর্কে আরও বেশী সচেতন করার জন্য প্রচার চালিয়ে যাচ্ছে। এমন একটি যন্ত্র পেয়ে ভোটাররা আরও বেশী ভোটদানে আগ্রহ প্রকাশ করছে।