জেলা

জিতলে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেবঃ মমতা

দার্জিলিংঃ এবার যদি দার্জিলিং আসনে তৃণমূলের প্রার্থী জেতেন, তাহলে কথা দিচ্ছি, আগামী জিটিএ নির্বাচনের আগে গোর্খাদের আত্মপরিচয় ফিরিয়ে দেব।’‌ আজ দার্জিলিং-এর চকবাজারে দলীয় প্রার্থী অমর সিং রাই-এর হয়ে ভোটপ্রচারে গিয়ে পাহাড়বাসীকে এই প্রতিশ্রুতিই দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । সেনা বাহিনীতে গোর্খা রেজিমেন্টের অবদানের জন্য তাঁদের প্রশংসা করেন মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দার্জিলিং-এর প্রার্থী হিসেবে তিনি ভূমিপুত্র অমর সিং রাইকেই টিকিট দিয়েছেন। তৃণমূল দল থেকে কাউকে পছন্দ করেননি। কারণ ভূমিপুত্র হিসেবে দার্জিলিং-এর যাবতীয় সমস্যা অমর সিং রাই সব চেয়ে ভালো মতোন উপলব্ধি করতে পারবেন। বিমল গুরুং এবারও বহিরাগত বিজেপি প্রার্থীকে সমর্থন দেওয়ায় তাঁর সমালোচনা করে মমতা বলেছেন, গত পাঁচ বছরে আগের বারের জয়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া কখনও দার্জিলিং-এ আসেননি। অথচ তিনি প্রতি তিন মাস অন্তর পাহাড়ে এসে সেখানের সমস্যা সমাধানের চেষ্টা করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেন, পাহাড়ে অশান্তি হলে বিজেপিরই লাভ। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পাহাড়ে পানীয় জলের সমস্যা মেটাতে পাইপলাইনের কাজ হচ্ছে। চা বাগানের সমস্যা সমাধানে রিভিউ কমিটি গড়া হয়েছে। তার সমীক্ষা রিপোর্ট পেলে ভোটের পর ব্যবস্থা নেবে রাজ্য সরকার। পাহাড়ের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার কথা মাথায় রেখে দার্জিলিং-এই প্রেসিডেন্সির নতুন শাখা খোলা হচ্ছে। পাহাড়ের অনেক বাসিন্দার প্রচুর টাকার বকেয়া বিদ্যুত্‍ বিল, জমি, বাড়ি, ফ্ল্যাটের আটকে থাকা রেজিস্ট্রেশন পর্ব যত দ্রুত সম্ভব যাতে মেটানো যায় সেই চেষ্টা করবে তৃণমূল সরকার। এছাড়া NRC ইস্যু নিয়ে ফের গেরুয়া বাহিনীর বিরুদ্ধে সরব তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ক্ষমতায় এলে গোটা দেশে NRC করতে চায় বিজেপি ৷ বাংলায় NRC করতে না দেওয়ার হুঙ্কার মমতার ৷

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/364995757470976/