কলকাতা

আগামী সোমবার থেকে পোস্তার সব দোকান খোলা থাকবে

জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানালো হল আগামী সোমবার থেকে পোস্তার সবকটি দোকান খোলা থাকবে। পোস্তা বাজারে প্রায় ৫৬০টি দোকান রয়েছে। শুক্রবার থেকেই কিছু কিছু দোকান খোলা হয়েছে। কিন্তু অধিকাংশ দোকান বন্ধ আছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকটি দোকানের সামনে গোল করে মার্ক করে দেয়া হচ্ছে। কর্মীদের সংখ্যা কম থাকলেও যা কর্মী রয়েছে তাই দিয়েই কাজ চালানো হবে বলে জানানো হলো।লেবার ও কর্মীদের দিনে দুবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে খাবার দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। যারা বাজারে আসবেন তাদের প্রতি অনুরোধ করা হয়েছে প্রত্যেকে যেন মাস্ক গ্লাভস এবং নিজের সঙ্গে সাবান অবশ্যই যেন নিয়ে আসেন। অযথা ভিড় না করার আবেদন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই দোকানগুলি খোলা থাকবে।