জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে ৩০ জন ডাক্তারের দল রওনা দিল উত্তরবঙ্গে। সেখানে কোভিড ১৯-এর কি অবস্থা তা দেখতে এবং চিকিৎসা পরিষেবা দিতে ডাক্তারদের এই টিম পাঠাল রাজ্য সরকার। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার সহ বিভিন্ন জেলার হাসপাতাল, ব্লক হাসপাতাল ও গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র গুলোতে চিকিৎসা পরিষেবা দেবে তাঁরা।