কলকাতা

করোনা নিয়ে রাজ্যে প্রচার করবেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

কলকাতাঃ রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও তাঁর সংস্থা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার নিজে ফোন করে নোবেলজয়ী অর্থনীতিবিদকে রাজ্য সরকারের হয়ে করোনা মোকাবিলায় সচেতনতা প্রচার করার জন্য আবেদন জানান বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়ে অভিজিৎবাবু এবং তাঁর স্ত্রী অর্থনীতিতে আরেক নোবেলজয়ী এস্থার ডুফলো করোনা প্রতিরোধে সচেতনতা প্রসারে রাজ্যের মানুষের জন্য একটি ভিডিও এবং অডিওবার্তা দেবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সহ সরকারের বক্তব্য তুলে ধরবে তাঁর সংস্থা। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে তৈরি হওয়া অর্থনীতির সমস্যা ও তার নিরসন প্রসঙ্গেও দু’জনের মধ্যে কথা হয়েছে বলে জানা গিয়েছে।