কলকাতা

গুজরাতের ভিডিও-কে খিদিরপুরের বলে চালানোর চেষ্টা সোশ্যাল মিডিয়ায়, কড়া আইনি পদক্ষেপ কলকাতা পুলিশের

কলকাতাঃ খিদিরপুরে লকডাউন মানা হচ্ছে না । পুলিশের উপর পাথর ছোড়া হচ্ছে । এই ধরনের একটি ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গতকাল এই নিয়ে মামলা দায়ের করে কলকাতা পুলিশ ৷ জানা গেছে, ভিডিয়োটি গুজরাতের কোনও এক জায়গার । ভিডিয়োটিতে দেখা গেছে, ভিড় রাস্তায় বেশ কয়েকটি পুলিশের গাড়ি । পিছনে উত্তেজিত জনতা । তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়ছে । দ্রুত গতিতে যাওয়া একটি পুলিশের গাড়িতে ইট মেরে ভেঙে ফেলা হল সামনের কাঁচ । তা পোস্ট করে বলা হয়, এই ছবি খিদিরপুরের । সেখানে মানা হচ্ছে না লকডাউন । পুলিশ গেলে তাদের উপর হামলা করা হচ্ছে । সূত্রে খবর, এই ভিডিওটি গুজরাতের । গত বছর ১৯ ডিসেম্বরের ভিডিও। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে চলা বিক্ষোভের সময়। সেই ঘটনায় ৫ জন পুলিশ কর্মী গুরুতর আহত হন । তবে কে এই ভিডিওটি পোস্ট করে তার খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ করোনা আতঙ্কে গুজব ছড়ালে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । একই কথা বলেছেন মুখ্যমন্ত্রীও। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে কয়েকজনকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় ডেকে এনে সতর্ক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক যুবতিকেও। তারপরও এই ধরনের গুজব ছড়ানোর চেষ্টা অব্যাহত। এই প্রসঙ্গে গোয়েন্দাপ্রধান মুরলীধর শর্মা বলেন, “এই সময়ে এই ধরনের ভিডিও পোস্ট খুবই দুঃখজনক ঘটনা। আমরা যে কোনও ফেক পোস্টের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেব । ”