রাজ্যে ফের মৃত্যু হল করোনা ভাইরাসে। মৃত্যু হল উত্তরবঙ্গের কালিম্পংয়ের মহিলা রোগীর। মৃতার নাম সুনীতা দেবী সিং (৪৪)। তিনি কালিম্পংয়ের ওডেন রোডের বাসিন্দা। গত কয়েকদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই রোগী। রাত ২ টা নাগাদ তাঁর মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, গত ২৬ মার্চ তাঁকে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। গত ১৯ মার্চ তিনি চেন্নাই থেকে তাঁর মেয়ের চিকিৎসা করিয়ে ফিরেছেন। এরপরই তাঁর কাশি শুরু হয়। স্থানীয় চিকিৎসককে দেখালেও কয়েকদিনে না কমায় বিভিন্ন টেস্টের পর ২৬ মার্চ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাত ২টো নাগাদ তাঁর মৃত্যু হয়। ইতিমধ্যে কালিম্পংয়ে মৃতের পরিবারের ২১ জনকে রাখা হল কোয়ারেন্টাইনে। এর জেরে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২।