জ্যোতির্ময় দত্ত, কলকাতাঃ ফের মানবিক মুখ বিধান নগর পুলিশের। বিধান নগর কমিশনারেট এর অন্তর্গত লেকটাউন থানার পুলিশের উদ্যোগে লেক টাউন থানা এলাকায় এবং যশোর রোডে মেশিনের দ্বারা গরম গরম রুটি এবং পাঁচমিশালী চাটনি প্রত্যেকদিন করা হচ্ছে মানুষদের জন্য। রোজ প্রায় ৩০০ জন দুস্থ মানুষকে এই পরিষেবা প্রদান করছেন লেকটাউন থানার পুলিশ। তারা ইলেকট্রিক রুটি মেকার কিনে রুটি তৈরি করছেন এবং গরম গরম পরিবেশন করছেন মানুষদের জন্য। এই কঠিন পরিস্থিতি বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী আবেদন করেছেন যে প্রশাসন পুলিশ যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে তা দেখে খুশি সাধারণ মানুষ।