কলকাতা

পুলিশকর্মীদের অবস্থা খতিয়ে দেখতে লালবাজার ও ভবানী ভবন পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী

করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত রাজ্য, সেটা খতিয়ে দেখতে কখনও ময়দানে নেমে কিংবা কখনও ভিডিও কনফারেন্সিং মারফত পরখ করে দেখে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার পৌঁছে গেলেন লালবাজারে। সেখানে পুলিশকর্মীদের উদ্দেশ্যে একগুচ্ছ বার্তা দিলেন । কামনা করলেন সুস্থতার । খতিয়ে দেখলেন কতটা সুরক্ষিত রয়েছেন পুলিশকর্মীরা। লালবাজার পৌঁছানোর পর গাড়ি থেকে নামতেই নামতেই সোশ্যাল ডিসট্যান্সিং নিয়ে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, “আমি কিন্তু দেখেছে আপনারা সোশ্যাল ডিসট্যান্সিং পালন করছেন না। দূরে দূরে থাকুন।” মুখ্যমন্ত্রী পুলিশকর্মীদের উদ্দেশে বলেন, রাজ্যে করোনা-মোকাবিলার এই যুদ্ধে আজ আপনারাও প্রত্যেকে সামিল হয়েছেন। আপনাদেরকে সুস্থ থাকতেই হবে। এভাবেই পুলিশ কর্মীদের পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন ধন্যবাদও। তবে লকডাউনে যে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে কোনও গাফিলতি না হয়, সেকথাও স্মরণ করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। এরপর মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের হেডকোয়ার্টার ভবানী ভবন পরিদর্শন করেন। অন্যদিকে, এদিন সকালে খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা শহরের বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন। হাজরা মোড়, গড়িয়াহাট, পার্ক সার্কাস-শহরের বেশ কিছু জায়গা ঘুরে দেখেন তিনি। পাশাপাশি প্রতিটি এলাকায় কাজ করছেন যেসমস্ত পুলিশ কর্মীরা। তাদের থেকেও এলাকার খোঁজ খবর নেন তিনি।