লকডাউনে ঘরবন্দি মানুষ। এই পরিস্থিতিতে কেবল টিভির টাকা না দিতে পারলে ও কাটা যাবে না লাইন। মঙ্গলবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়, সেখানে পরিষ্কারভাবে কেবল সংগঠনগুলিকে জানিয়ে দেওয়া হয় এপ্রিল মাসের শুরুতে কেবল পরিষেবার টাকা না দিতে পারলেও আগামী একমাস গ্রাহকের কানেকশন বিচ্ছিন্ন করা যাবে না।নির্দেশিকায় বলা হয়েছে দেশে ২০০৫ সালের বিপর্যয় মোকাবিলা আইন অনুসারে দেশে লকডাউন জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই কেবল টিভির সাবসক্রিপশন বন্ধ করা যাবে না, নির্দেশ দিল নবান্ন।