কলকাতা

চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করলেন মুখ্যমন্ত্রী

করোনা ভাইরাস প্রতিরোধে লড়াইয়ে নামা সব চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংশ্লিষ্ট ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যদের সাহায্যের প্রয়োজনে একটি হেল্পলাইন নং চালু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা-যুদ্ধে প্রথম সারির এই সৈনিকদের ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে হেল্পলাইনের বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার মুখ্যমন্ত্রীর লেখা ওই চিঠি রাজ্যের সব মেডিক্যাল কলেজ-হাসপাতাল, করোনা চিকিৎসা কেন্দ্র, আইসোলেশন ও কোয়ারেন্টাইন সেন্টারে পৌঁছে গিয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ‘প্রিয় সাথী’ বলে সম্বোধন করে লিখেছেন, নিজের ও পরিবারের সব সদস্যের শরীরের যত্ন নেবেন, খুব সাবধানে থাকবেন। আপনার নিজের বা পরিবারের কারও কোনও সাহায্যের প্রয়োজন হলে, আমার দপ্তরে (চিফ মিনিস্টার অফিস) সৌম্য হালদারের সঙ্গে (মোবাইল নম্বর-৯৪৩৩০০২৩৯১) যোগাযোগ করবেন। চিঠিতে করোনা-যোদ্ধাদের মুখ্যমন্ত্রী লিখেছেন, কোভিড-১৯কে কেন্দ্র করে সারা পৃথিবী এখন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে। আমাদের বাংলাতেও তার প্রভাব পড়েছে। এই গভীর বিপদের সময় আপনি নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে রাজ্যের মানুষের সেবা করে চলেছেন, তাকে আমি কুর্নিশ জানাচ্ছি। সত্যি, আপনাকে ধন্যবাদ জানানোর কোনও ভাষা আমার কাছে নেই। করোনা-যোদ্ধাদের প্রতি নিজের বিশ্বাসও উপস্থাপন করেছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, আমি নিশ্চিত, যতদিন না আমরা সবাই এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্ত হচ্ছি, আপনি সম্পূর্ণভাবে আপনার ভূমিকা পালন করে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত, সকলের মিলিত প্রচেষ্টায় এই পরিস্থিতি আমরা দ্রুত কাটিয়ে উঠব।