পুরুলিয়াঃ পুরুলিয়ার বোরো থানা এলাকার আঁকরো গ্রামে রেশনে কম চাল ও আটা দেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক অশান্তি ছড়াল। ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মানবাজার ২ ব্লকের বিডিও ও বোরো থানার ওসি। উত্তেজিত জনতা পুলিসের গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক লাঠিচার্জ করা হয়। লাঠির ঘায়ে মাথাফাটে এক গ্রামবাসীর।