‘একজনের মৃত্য়ু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্য়ু হয়েছে কিডনির সমস্য়ায়। সরকারি তথ্য়ের উপর চোখ রাখুন”
বাংলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। বাকি একজনের নিউমোনিয়া ও আরেক জনের কিডনির সমস্যায় মৃত্যু হয়েছে বলে বুধবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ”আজ বিকেল ৪টে পর্যন্ত রাজ্য়ে ৩ জনের মৃত্যু হয়েছে। ৩৭ জনের মধ্য়ে ৩ জন সুস্থ। এখন ৩১ জন পজিটিভ। ওঁদের মধ্য়ে ১৭ জন ৪টি পরিবারের। একজনের মৃত্যু হয়েছে নিউমোনিয়ায়, আরেক জনের মৃত্যু হয়েছে কিডনির সমস্যায়। সরকারি তথ্যের উপর চোখ রাখুন”। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি ফের একবার বুঝিয়ে বললেন এই পরিস্থিতিতে বাড়ি থেকে বেরনোর বিপদ। হাত জোড় করে বললেন, ‘ক’টা দিন ঘরে থাকুন। আড্ডা মারার সময় অনেক পাবেন।’রাজ্যে ক্রমশ বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সরকারি হিসাবে এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৭ জন। এই পরিস্থিতিতে ফের একবার রাজ্যবাসীকে বাড়ি থেকে না বেরনোর কাতর অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আগামী ২ সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। দয়া করে সরকারের নির্দেশ মেনে চলুন। রাস্তায় দাঁড়িয়ে আড্ডা মারা বন্ধ করুন। আড্ডা দেওয়ার অনেক সময় পাবেন। সামাজিক দূরত্ব মানতেই হবে। নইলে আমরা স্টেজ থ্রিতে চলে যাব।’ উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়েছে রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি উঠেছিল কিছু ইলেকট্রনিক মিডিয়া। সে প্রসঙ্গে এদিন করোনায় পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা নিয়ে এই পরিসংখ্য়ান তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।