বিশ্ব জুড়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ লক্ষ। এর মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার। ইতালি ও স্পেন মিলিয়ে আক্রান্ত ২ লক্ষ ২৫ হাজারের উপর। বিশ্বজুড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ হাজারেরও বেশি মানুষের। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে মৃতের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় চারমাস হয়ে গেল জাল বিস্তার করতে শুরু করেছে করোনা। ইতিমধ্যেই একে বিশ্বব্যাপী মহামারি ঘোষণা করা হয়েছে। কিন্তু চারমাস পরেও প্রকোপ কমা তো দূরের কথা, ক্রমশই ভয়াবহ হচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত শুধু আমেরিকাতেই ৬ হাজার জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ লক্ষ ৪৪ হাজার। মৃতের হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ইতালি। সে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হয়েছে ১৩ হাজারেরও বেশি মানুষ। স্পেনে মৃতের সংখ্যা ১০ হাজার। এই দুই দেশেই আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। তালিকায় এর পরেই রয়েছে ফ্রান্স। এখনও পর্যন্ত এই দেশে ৫ হাজার জনের মৃত্যু হয়েছে বলে খবর। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৫ হাজার। তবে ফ্রান্সের থেকে অনেক বেশি মানুষ আক্রান্ত হয়েছে জার্মানিতে। আক্রান্তের সংখ্যা এখানে ৮০ হাজার ছাড়িয়েছে। তবে গোটা বিশ্ব করোনায় যতজন মানুষ আক্রান্ত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই ইওরোপীয়।