করোনা মোকাবিলায় দেশের একাধিক রাজনৈতিক নেতৃত্ব এবং প্রাক্তন রাষ্ট্রপতিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী সহ বিভিন্ন প্রবীণ রাজনৈতিক নেতৃত্ব এবং দুই প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ফোনে তাঁর দীর্ঘক্ষণ কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে। কারণ করোনা মোকাবিলায় রাস্তায় নেমে কাজ করতে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে। যা অন্য কাউকে করতে দেখা যায়নি। একটি জাতীয় সংবাদমাধ্যম সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে রবিবার নরেন্দ্র মোদি একাধিক বিরোধী দলের উচ্চনেতৃত্বের সঙ্গে কথা বলেন। তিনি দুই প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রতিভা পাটিল, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদব এবং অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, ডিএমকে নেতা এমকে স্টালিন এবং সরকারের শরিক দল শিরোমণি অকালি দলের নেতা প্রকাশ সিং বাদলের সঙ্গে কথা বলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং এইচডি দেবেগৌড়ার সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদি। তাঁদের সঙ্গেও করোনাভাইরাস মহামারী নিয়ে কথা হয়। আজ ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভিডিও বার্তায় এই আবেদন করেন প্রধানমন্ত্রী। রবিবাসরীয় সকালে সেই কথা পুনরায় মনে করিয়ে দিলেন তিনি। টুইটে লিখলেন, ‘রাত ৯টা-৯ মিনিট। মনোবল বাড়াতে পারস্পরিক সৌদার্য্য ছড়িয়ে দিন।’ উল্লেখ্য, আগামী বুধবার সর্বদলীয় বৈঠকে অংশ নেবেন মোদি। সংসদের উভয়কক্ষে কমপক্ষে পাঁচজন সাংসদ রয়েছেন, এমন রাজনৈতিক দলগুলি ওই সর্বদলীয় বৈঠকে যোগ দিতে পারবে বলে জানানো হয়েছে। ওই বৈঠকে যোগ দেবে না বলে জানিয়ে দিয়েছে তৃণমূল।