দিল্লির হাসপাতালে ২ চিকিৎসক ও ১৬ নার্স করোনায় আক্রান্ত
Posted onAuthorবঙ্গনিউজComments Off on দিল্লির হাসপাতালে ২ চিকিৎসক ও ১৬ নার্স করোনায় আক্রান্ত
নয়াদিল্লিঃ সূত্রের খবর, দিল্লি স্টেট ক্যানসার ইনস্টিটিউটে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১ চিকিৎসক সহ ১১ জন নার্স। এই নিয়ে সব মিলিয়ে ওই হাসপাতালে এখনও পর্যন্ত মোট ২ জন চিকিৎসক সহ ১৬ জন নার্স আক্রান্ত।