কলকাতাঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নতুন করে আরও ৩২ টি সুফল বাংলা বিপণন কেন্দ্র চালু করল রাজ্যের কৃষি বিপণন দফতর। এই নিয়ে রাজ্যে সুফল বাংলা বিপণন কেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ টি। এরমধ্যে ১৩০ টি সুফল বাংলা বিপণন কেন্দ্রই হল ভ্রাম্যমান। চাষিদের থেকে সরাসরি জিনিস কিনে সেগুলো সঠিক দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হল এর উদ্দেশ্য। এর ফলে একদিকে যেমন চাষিরা তাঁদের ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন তেমনি সাধারণ মানুষও হাতের নাগালের মধ্যে সঠিক দামে নানা রকম জিনিস কিনতে পারছেন। রাজ্য কৃষি বিপণন দফতরের উদ্যোগে সুফল বাংলায় মিলছে চাল, ডাল, আলু, পিঁয়াজ, ডিম, রসুন, আদা, মুড়ি, মশলা, মধু এমনকি শাকসবজিও। সুফল বাংলার বেশিরভাগ কেন্দ্র ভ্রাম্যমান হওয়ার ফলে অনেক বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারছে। দক্ষিণবঙ্গে কলকাতা বিধান নগর রাজারহাট হাওড়া হুগলি ও দুই ২৪ পরগনা ছাড়াও উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ বিভিন্ন জেলায় ঘুরে বেড়াচ্ছে ন্যায্যমূল্যের এই ভ্রাম্যমান বিপণন কেন্দ্রগুলি।