জেলা

করোনা মোকাবিলায় পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল ৬১৯টি আইসোলেশন কোচ

করোনা মোকাবিলায় ৩৩৮টি যাত্রীবাহী কোচকে আইসোলেশন কোচে রুপান্তরিত করল পূর্ব রেল। পূর্ব রেলের তরফ থেকে তাদের চার ডিভিশনে তৈরি করা হয়েছে এই সমস্ত আইসোলেশন কোচ। হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনে রেলের শেডে রেলের ইঞ্জিনিয়াররা বানাচ্ছেন এই সমস্ত কোচ। অন্যদিকে দক্ষিণ-পূর্ব রেল জানিয়েছে তারাও আইসোলেশন কোচ বানিয়ে ফেলেছে।দক্ষিণ-পূর্ব রেল ২৮১ খানা যাত্রীবাহী কোচকে আইসোলেশন কোচের আকার দিয়েছে। যদি রেল মন্ত্রকের তরফে তাদের আরও এই ধরণের কোচ বানাতে বলে তাহলে তারা বাকি কোচও আইসোলেশন কোচের আকার দেবে।