করোনা আতঙ্কের জেরে সারা বিশ্ব কাঁপছে। সূত্রের খবর, এর মধ্যেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে জঙ্গিরা। এর জন্য কাশ্মীর সীমান্তের ওপারে ২০০ জঙ্গিকে তারা প্রস্তুত রেখেছিল বলেও জানা গিয়েছে। সেই উদ্দেশ্যে শুক্রবার দুপুর একটা থেকে বারবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কেরান সেক্টরের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানের সেনা। পালটা জবাব দিতে গিয়ে তাদের কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করল ভারত। আজ সন্ধ্যায় ড্রোন থেকে তোলা এই ঘটনার ভিডিও টুইটারে পোস্ট করে ভারতীয় সেনা। আর এপ্রসঙ্গে শ্রীনগরে থাকা প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘শুক্রবার দুপুর একটা থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে কাশ্মীরের কুপওয়ারা জেলার উরি ও কেরান সেক্টরের ওপার থেকে গোলাগুলি ছুঁড়ছিল পাকিস্তান। পালটা জবাব দিতে শুরু করে ভারতও। এর ফলে সীমান্তের ওপারে থাকা পাকিস্তানের বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি ধ্বংস হয়েছে।’ দেখুন সেই ভিডিও –