দেশ

ভেন্টিলেটার্স, মাস্ক ও পিপিই-র উপর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত ট্যাক্স তুলে নিল কেন্দ্র

মাস্ক, ভেন্টিলেটার-সহ মেডিকেল ইক্যুইপমেন্ট সস্তা করার জন্য এর উপরে সমস্ত ট্যাক্স তুলে নেওয়া হয়েছে । কেন্দ্র সরকার এই সমস্ত মেডিকেল উপকরণের উপরে কাস্টম ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে । সরকারের তরফে জানানো হয়েছে যে বিশেষ মেডিকেল ইক্যুইপমেন্টে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কোনও ডিউটি নেওয়া হবে না । অর্থমন্ত্রালয়ের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । Covid-19 সংক্রমণের জেরে ভেন্টিলেটার ও অন্যান্য মেডিকেল ইক্যুইপমেন্টের দরকার রয়েছে । এর জন্য সরকার আপাতত এর উপরে ডিউটি ও হেলথ সেস তুলে নিয়েছে। ভেন্টিলেটার্স, পেসমেকার, সার্জিক্যাল মাস্ক, পিপিই, কোভিড ১৯ টেস্ট কিটের উপরে সেস ও ডিউটি তুলে নেওয়া হয়েছে ।