Posted onAuthorবঙ্গনিউজComments Off on দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪৪৭
দেশে নতুন করে আরও ১০৩৫ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। সবমিলিয়ে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৭৪৪৭ জন। আরও ৪০ জন সহ মৃত্যু হয়েছে ২৩৯ রোগীর। আক্রান্তদের মধ্যে ইতিমধ্যেই ৬৪৩ জন সুস্থ হয়ে ফিরে গিয়েছেন।