আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করতে রাজভবনে হাজির হলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়, রাহুল সিনহা-সহ অন্যান্যরা। দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে করোনা নিয়ে রাজনীতির অভিযোগ তুলছিলেন বিজেপি নেতারা। এবার তারা রাজ্য সরকার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তোলেন। ত্রাণ বিলি-সহ একাধিক সমস্যা রাজ্যপালের সামনে তুলে ধরলেন তাঁরা। ‘মৃতের সংখ্যা কমিয়ে বলছেন মুখ্যমন্ত্রী’, একাধিবার এমন বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি। তারা অভিযোগ তুলে এও বলেন, ‘করোনায় মৃত্যুর ঘটনাকে মুখ্যমন্ত্রীর নির্দেশে নিউমোনিয়া বা ডায়বেটিস বলে চালানো হচ্ছে। আসল মৃতের সংখ্যা অনেক বেশি। তা গোপন রাখা হচ্ছে।’ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাওড়া হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থার কথাও রাজ্যপালের সামনে তুলে ধরেন তাঁরা। রাজ্যের কোথায় কোথায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি হয়েছে, সেই বিষয়েও কোনও তথ্য নেই বলেই দাবি বিজেপি নেতাদের।পাশাপাশি, কোয়ারেন্টাইন সেন্টার থেকে রোগী উধাওয়ের ঘটনাতেও রাজ্য সরকারকেই দুষলেন দিলীপ-মুকুলরা।