দেশে গত ২৯ মার্চ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯৯৭জন । ১২ এপ্রিল তা বেড়ে হয়েছে ৮৩৫৬ জন। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল। এদের মধ্যে ২০ শতাংশ রোগীর অক্সিজেনের প্রয়োজন। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৭৪ জন। এখনও পর্য্ন্ত মোট ৭১৬ করোনা রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। লব আগরওয়াল আরও বলেন, আমাদের হাতে এই মুহূর্তে ১ লাখ ৫০০০ বেড। ৬০১টি ডেডিকেটেড কোভিড হাসপাতাল। এখন সোশ্যাল ডিস্টানসিং বা সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই প্রয়োজন। কেন্দ্রীয় সরকারের মুখপাত্র কে এস ধাতালিয়া বলেন, বহু দেশ থেকে হাইড্রাক্সিক্লোরোকুইন পাঠানোর অনুরোধ করা হচ্ছে। দেশের প্রয়োজনে তা মজুত রেখে সরকার ওই ওষুধ ১৩টি দেশে পাঠানার সিদ্ধান্ত নিয়েছে। গত ৫ দিনে দেশে ১৫,৭৪৭ কোভিড স্যাম্পেল টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৫৮৪টি পজিটিভ হয়েছে বলে জানালেন আইসিএমআর এর আধিকারিক ডা মনোজ মুরখেরা। এখনও পর্যন্ত আমাদের হাতে কোনও ভ্যাক্সিন নেই। তবে ৪০টি ভ্যাক্সিন তৈরির কাজ চলছে।