কলকাতা জেলা

এবার বাড়ি থেকে বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার

কলকাতাঃ এবার থেকে এ  রাজ্যেও  মাস্ক পরা বাধ্যতামূলক। বাড়ি থেকে বেরলেই পড়তে হবে মাস্ক ৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার ৷ সোমবার অর্থাৎ আগামীকাল থেকেই চালু এই নিয়ম ৷ এবার মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই ধরবে পুলিশ। নির্দেশ না মানলে পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্য সরকারের ৷ তবে এন-৯৬ বা  সার্জিকাল  মাস্কই যে পরতে হবে তা নয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাপড় কিংবা রুমাল দিয়ে নাক মুখ ঢেকে রাস্তায় বের হলেও চলবে। কিন্তু নাক মুখ ঢাকতে ফেস কভার বাধ্যতামূলক করা হচ্ছে। আর যারা এই নিয়ম মানবেন না তাঁদেরকে  কড়া শাস্তির মুখে পড়তে হবে।